” প্রজ্ঞার মেলা ভাবনা “
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~
প্রজ্ঞা যাবে মেলায়
মন নেই খেলায়,
বাঁধবে লাল ঝুঁটি
খুশিতে লুটোপুটি।
প্রজ্ঞার পায়ে নুপুর
মুখটি ভার বড় আপুর,
ধরেছে আপু বায়না
পুতুল ছাড়া কিছু চায়না
প্রজ্ঞার ঠোঁটে মিষ্টি হাসি
মুড়িমুড়কি আর আনবে বাঁশি।
নাগর দোলা টমটম গাড়ি
আপু আর প্রজ্ঞা খুশি ভারী।
প্রজ্ঞা ফিরছে বাড়ি
নিয়ে মিষ্টির হাড়ি।
আপুর মুখেও হাসি
কিনেছে পুতুল বাঁশি।