ফিরে যাও প্রেম
জয়ন্ত বসু
বন্ধ করেছি অনুপ্রবেশের দরজা
এখন জানলাটাও
পারদপুরু ম্যাগনোলিয়ার নরম আস্তরনে
নস্টালজিক প্রেম আজ খুব দ্রুত অস্থির |
পাথরে পাথরে আগুন জ্বালিয়ে লাভ কি বলো ?
তার চেয়ে প্রেম তুমি ফিরে যাও
তোমার এলোচুল মাখা নিষিদ্ধ মৌতাতে ….
সবকটা সুর বেসুরো হলে আমার
অঙ্গে অঙ্গে নাচে প্রজাপতি
ধূসর কলজে জুড়ে আত্মাহুতি দেয়
ফিনিক্স পাখিরা …..
অরণ্যের মাদল উৎসবের মতন
লালপাড় ভালোবাসা নিশ্চুপ হয়ে আসে নেশালু শীৎকারে |
তোমার কাঁচা ঠোঁটের দুচার
ফোঁটা জোৎস্নায়
আমিও লোভী হই উষ্ণ হিমবাহের মত ইলশেগুঁড়ি জলধারায়
বিরহী কাদা মেখে চন্দ্রাহত |
সইবো কি করে এ খোলা হাওয়া ?
আমায় প্রশ্রয় দিও না সখী
এক রাত আদর নিয়ে
তোমার বুকেও তুলতে পারি নষ্ট ঝড় !
চোখ লুকিয়ে বলতে পারি
হারাইনি কিছুই ||