শুভ‌বো‌ধে কবিতা “বিষন্ন সুন্দর ”লিখেছেন সমসাময়িক কবি আফরোজা চৌধুরী ঝুমুর।

462
সমসাময়িক কবি আফরোজা চৌধুরী ঝুমুর

বিষন্ন সুন্দর

         আফরোজা চৌধুরী ঝুমুর

মর্মমূল ছেড়ে কেন ঠাঁই নিলে হৃদয়ে?
অনাবাদী জমি পড়ে থাকে চাষহীন হয়ে।
রক্তে কিছুটা উত্তাপ চাই,চাই কিছুটা তীব্র আগুন।
কষ্টে গড়া আমার বেদনার রঙে আঁকা
হে বিষন্ন সুন্দর !

অরক্ষিত জীবনের ঝুলি পাহাড়া দিয়েছি বিষাদে
দস্যুর মারণাস্ত্রে লুট হয়ে তবু,সাজিয়ে দিয়েছি তাকে।
ফিরে পেয়েছি সোনালী ফসল,সব হাসি গান যতো।
কালো কফিনে জমা রেখেছি চোখ ঝরা সেই ব্যাথার,
ভালবাসার শিশিরটুকু।

নষ্ট মেয়ে ভ্রষ্ট আধারে কাঁদো আরো কেঁদে যাও
বিষ দহনে দ্বিধায় নিজেকে প্রদীপ শিখায় পোড়াও।
হতাশার গ্লানি পাপমোচনের হাতিয়ার তুলে নাও।
উর্বর এই বুকের জমিনে প্রার্থনাগুলো শস্য বীজের মত
দেও ছড়িয়ে দাও!

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here