আবর্তন
নির্মাল্য ঘোষ
এতগুলো ভুল টপকে টাপকে আজকে
এখানে এসে পৌঁছেছি…
শাখা প্রশাখা বিস্তার করেছি..
কোন এক উত্তেজনায় ডুবতে ডুবতে
মোহ মৃত্যুর অপেক্ষমান যাত্রী…
তুমি কি পুনর্জন্মের সংসার গুছিয়েছ
নাকি এখনো সেরকমই…
ছায়াপথে ঘুরতে ঘুরতে ঘুরতে
ভীষণ ক্লান্ত আমি… ভীষণ…
কি যে করি….
সমসাময়িক হবার আকাঙ্ক্ষায় বীজ
হতে পারিনি এখনো যোনিমুখে..
ভারসাম্যহীনকে ঠিক করতে করতে
লক্ষ্য তার ভেদ হারায়…
চাঁদমারি হতে হয় আমাকে…
আমার কিছু বলয় উজ্জ্বল হয়
সৌর জগতের মত…
সূর্য আমি কেন্দ্রে…
সৌরজাগতিক সমার্থক হয় চাঁদমারিতে…
কেন্দ্রে লক্ষ্য আমি …
লক্ষ কোটি আলোকবর্ষ দূরে..
তবুও রোদ বিলিয়ে যাই সূর্যের মত…
অকাতরে..
অবুঝ আমাকে বুঝিয়ে ছাড়লে সূর্য
পৃথিবীর চারিদিকে আবর্তিত…
পৃথিবী নয়…
আবর্তন
নির্মাল্য ঘোষ
দূর্দান্ত । পরমার্থিক চিন্তা ভাবনার চিরন্তন বোধের সমাহার । কবিকে অজস্র ধন্যবাদ ।