অবাঞ্চিত আমি
——————– — এন এম রফিকুল ইসলাম।
আমি যদি চলে যাই কাঁদবে না কেউ,
কারো বুকে জাগবেনা ভাঙনের ঢেউ।
বাজবে না কারো মনে বিরহের গীতি,
অবহেলায় অযতনে রবে কিছু স্মৃতি।
দাঁড়াবে না কভু কেউ সমাধির পাশে,
চারিধার ঘিরবে শুধু লতাপাতা ঘাসে।
মাটির দেয়াল সেদিন করবে উপহাস,
বুকেতে রাখবে চেপে যতো দীর্ঘশ্বাস।
ভালোবাসা স্বপ্ন-আশা মায়ার বাঁধন,
বুঝবো সেদিন ছিলো সবই অকারণ।
সময় বিলীন হবে মহাকালের স্রোতে,
মিছেমিছি আসা যাওয়া এই ধরণীতে।
অবাঞ্চিতেরে কি আর মনে রাখা যায়,
কি করে লিখবে নাম স্মৃতির পাতায়।
কাব্য-কথার মাঝে মিছেই ডুবে থাকা,
জীবন কাব্যের পাতা একদমই ফাঁকা।