কষ্টের মেঘ
শারমিন আ-ছেমা সিদ্দিকী
কষ্টের জমাট বাঁধা মেঘগুলো কেন জানি
আকাশের খুব নীচ দিয়ে ঘুরে বেড়ায়,
একটু সুযোগ পেলেই বুকের উপর
সজোরে আঘাত করে আমায়।
ব্যাথার নোনাজলে চোখ ভিজে অনবরত
তবুও থাকি সবার কাছেই হয়ে অনেক নত।
বৃদ্ধ হওয়ার আগেই – দৃষ্টিশক্তি কেমন যেন ক্ষীণ হয়ে আসছে,
দু-চোখে শুধুই ব্যথার পাহাড়
অপলক দৃষ্টিতে হাসছে।
পৃথিবী তুমি কেন এতো নিষ্ঠুর?
এক নিমিষেই হৃদয়ে
শুরু করে দাও ভাংচুর।
এ জীবনে আমি আর কি
পাবো না কখনো তারে?
অনুভবে মন ভেঙ্গে অভিমান
সদা খুঁজে বেড়ায় তারে।
সবার হাতিয়ার শুধুই
এখন একরাশ কষ্ট,
তাকে ছাড়া আমি যেন
জলন্ত অগ্নি সৃষ্ট।
কষ্টের মেঘ একবার হাসো
একটু বৃষ্টি দাও আমায়,
পুড়ে পুড়ে অংগার হয়েছি
নিদারুণ কষ্টের খরায়।