ক্ষমাচাই
নিশাত ফাতেমা
……..
সুখ!
রঙ-রূপ,সব নিয়ে
চারিদিক ভরে,
ধন-দৌলত সন্তান-সন্তানাদি
সবই পেয়ে পূর্ণ।
কেন যেন শান্তি নাই তবুও মনে।
অশান্তির অনলে পুড়ে,
শান্তি চাহি বারেবারে
মনে আসে বার বার
খু্জি শান্তির পথ,
নাহি পাই বিশ্বলয়ে!
জানি!
শান্তির বাণী আত্মায়!
তবুও বুজিনি বল কি করি?
হে রাহমানুর রাহিম!
সবই খবর রাখো তুমি
গোনাহগার বান্দির।
শয়তানের প্রলোভনে
ডুবে যাই পাপাচারে,
হেলায় দিন কাটে তোমায় ভূলে!!
মানি!
তুমিই রব
তুমি মেহেরবান,
ক্ষমাকরো হে পরওয়ার দিগার
দাও ভরসা!
পাই যেন তোমার ভালোবাসা!
রহমত থেকে কর’না নিরাশ;
দু’হাত তুলে চাহি বারবার।
দেখ!
অপরাধী হাজির!
সিয়াম-সাধনার মাসে,
ফিরায়ে দিওনা
হে রাহমান-রাহিম।
ক্ষমা করো হে গাফুরুররাহিম!!