গর্ব ও গৌরবের অহংকারে কবি-রীতা ধর লিখেছেন কবিতা“॥ “একুশ আমার প্রাণের প্রিয়”॥”

625
কবি-রীতা ধর লিখেছেন কবিতা“॥
কবি-রীতা ধর

“একুশ আমার প্রাণের প্রিয়”

                                                 রীতা ধর

একুশ মানে কৃষ্ণচূড়া
একুশ মানে রক্ত
একুশ মানে সন্তানহারা
মায়ের বুক রিক্ত।
একুশ মানে আগুন ঝরে
সালাম রফিক বুকে
একুশ মানে মুক্ত আকাশ
শেকল ভাঙ্গা সুখে।
একুশ মানে বীর বাঙ্গালি
আঁধার পথের আলো
একুশ মানে রক্তের দামে
মা’কে বাসি ভালো।
একুশ মানে মুক্ত হওয়া
বাংলা মায়ের বুলি
একুশ মানে রক্তিম পলাশ
চেতনায় জোয়ার তুলি।
একুশ মানে দীপ্ত শিখা
উর্ধ্বে বাজে মাদল
একুশ মানে ভাষার স্লোগানে
কম্পিত হলো ভূ তল।
একুশ মানে একতারা সুর
দোয়েল পাখির গান
একুশ আমার প্রাণের প্রিয়
অ আ ক খ বর্ণমালার মান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here