তবু তুমি
কলমে অর্পিতা কুন্ডু
তুমি হেঁটে গেছো মেঠো পথ ধরে
…ঝরা পাতার শূণ্যতায়….
আমি রক্তিম আলোয় তোমায় খুঁজেছি।
.এক চিলতে রোদ্দুর হয়ে শুধু ছুঁয়ে যাও
একান্ত অবসরে…
আমি বসন্ত দিনে তোমার অপেক্ষায়।
মায়াবী চাঁদের আলো চুঁয়ে পড়ে
আদিবাসী নারীর গায়ে
মেটে রঙে তখন আলোর বন্যা
অলীক মাদকতায় মোহময়ী
ঊর্বর হয় চেতনা।
বারবার ভিজিয়ে দেয় বৃষ্টির ফোঁটা
সিক্ত অবসরে
জল ধীরে নামে চোখ ঠোঁট ছুঁয়ে
চিবুকের তলে।
আমি বিকেলের হিসেবে
অগোছালো মনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টায়
তুমি হেঁটে যাও…আমার বুকে তখন ঝড়..
তবু তুমি…শুধুই তুমি.