নিশ্চুপ ঘরবাড়ি
জয়ীতা চ্যাটার্জী
পিছনে দাউদাউ আগুন জ্বলছে সন্ধ্যেবেলা
বুকের নিকটে তোমার হাত দুটো
সামনের প্রাচ্যদেশ জুড়ে অন্ধকার
আমার স্বপ্নের ভেতর অতিশয় জ্বলে ওঠে ঝার লন্ঠন পৃথিবীর উদ্দেশ্যে
আমি তীব্র কণ্ঠে বলতে চাই তুমি আমার
বহু হিংস্রতায় বারংবার দুলিয়ে দিয়েছ আমাকে
ভঙ্গুর করে দিয়েছ চোখের থেকে নেমে আসা
প্রগাঢ় অন্ধকার ভর দুপুরে
তোমাকে বুকের মধ্যে রেখে
ভিখারী ও করেছে ত্যাগ স্বীকার
অক্ষরের গানে তরঙ্গিত তুমি
মগ্ন আমার খাতার পাতায়
হাওয়াতে উড়ে যাবে চোখের জল
কোনো সুদীর্ঘ পথ তুমি নিমেষে মারিয়ে এলে
এলোমেলো হয়ে গেল নারীর বুকের শপথ
তুমি নামের পবিত্র প্রেম পাখির মতো ঘরময়
পৃথিবীময় গোপন কথা কি জানি কিসের টানে
আলিঙ্গনে এতো গোপনতা
তুমি ছিলে যখন ছিল একঝাঁক চিলের কান্না
ছিল শূন্য থেকে ফিরে আসা তীক্ষ্ণ কলরব
আজ আমার ঘর অত্যন্ত নীরব
এতো নিশ্চুপতা আমি সইতে পারছিনা ।।