শুভ চিন্তার সারথি-সুবর্ণা ভট্টাচার্য্য-এর কবিতা “নিরূদ্যম’’

228
DOINIK ALAP
-সুবর্ণা ভট্টাচার্য্য-এর কবিতা “নিরূদ্যম’’

নিরূদ্যম
সুবর্ণা ভট্টাচার্য্য

চলেছি একলা পথে,
সত্যের গান গেয়ে।
ছুটিনি অসত্যের পিছু—
হারিয়েছি তাই সবকিছু।

সময় তুমি করো ক্ষমা,
অনিয়ম আমার সারা বেলা।
মুখোশের ভিড়ে পথচলা—
সত্য-অসত্যে আজ দিকহারা।

ভালোবাসার অস্তিত্ব আজ শূন্য,
নির্বিকার ঔদাসিন্যে আর একাকিত্বে।
সময়ের ঘড়ি চলছে নিয়মে,
মনোবল শক্ত রাখি কঠিন সময়ে।

হৃদয়-অভ্যন্তরে হাতড়ে দেখি—
আছে কি না কোনো অনুভূতি?
আঘাত পেয়ে বোধহীন আমি!
নতুন আঘাতে হয় না কোনো স্পর্শেন্দ্রি।

অবজ্ঞা আর অবহেলার দোলাচলে,
দীর্ঘ পথ পাড়ি দিই আমরা সকলে।
ক্ষুধার্ত যন্ত্রণা ঢুকে পড়ে শরীরে—
রক্ত,মাংস,শিরা-উপশিরা দখল করে।

জেগে জেগে কত শত স্বপ্ন দেখি!
নিদ্রায় বীভৎস স্বপ্ন দেখে আঁতকে উঠি।
নিজের অন্তরাত্মায় দেখেছি নিজেরে,
তাই পরিবর্তনহীন আমি রয়েছি দাঁড়িয়ে।

আয়নায় নিজকে দেখে চমকে উঠছি,
তোমাকে একটা খোলা চিঠি লেখার চেষ্টা করছি।

সত্য থেকে পরম সত্যের দিকে যেতে…
শূন্যের ভিতর পড়ে গেছি বজ্রের আঘাতে।

তারিখ: ১৩.০৪.২০২৩ খ্রিষ্টাব্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here