“পুণ্যাত্মায় সমর্পণ”লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি জেসমিন জাহান।

420
কবি জেসমিন জাহান।

পুণ্যাত্মায় সমর্পণ

           জেসমিন জাহান

কোন দুঃসাহসে তোমাতে বিচরণ করি?
আমার উদ্ধত আগ্রাসন নিঃশেষ করেছে
তোমার সৌরমণ্ডলের বিচ্ছুরিত সৌন্দর্য
ধূসর হয়েছে আকাশ নীলের গভীর দৃষ্টি
থেমে গেছে বাতাসে আদিম সঙ্গীতের সুর
বিশাল জলধির উচ্ছ্বাস আজ স্তব্ধ নীরব
সবুজ অভয়ারণ্যে বাসিন্দারা ভীত স্তম্ভিত
চারিদিকে মৃত্যুপুরীর বিশাল নিরবতা।

ভয়ংকর লেলিহান শিখায় ছাই হয়ে গেছে
অতীত থেকে বয়ে আনা তোমার পূর্ণতা
তিল তিল করে গড়ে তোলা সেই সমৃদ্ধি
সাজানো বাগানের এক উজ্জ্বল ভবিষ্যৎ।
তাইতো চেয়ে আছি সেই পুণ্যাত্মার দিকে
সাক্ষ্য দেই “পুণ্যময় তিনি,যাঁর হাতে রাজত্ব”
ফিরে যেতে হবে একদিন তাঁরই কাছে।
তবে কেনো এ বড়াই? কেনো লুকোচুরি?

এসো সত্যের পথে আরো একবার হাঁটি
মানুষের চোখ দিয়ে দেখি এই পৃথিবীকে
শুচিস্নিগ্ধ-মায়াময় করে তুলি ক্ষণিক-নিবাস
অহর্নিশি জপি সেই মন-মহাজনের নাম
হে দয়াময়, অধমেরে দেখাও আলোর পথ
যে আলোয় হেসেছিলো হেরার কন্দর
প্রকৃতির রুদ্ররোষের বিষাক্ত নিশ্বাস থেকে
হে মালিক, বাঁচাও গুনাহগার এ মানবকূল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here