ভারত থেকে কবি-মহুয়া ব্যানার্জীর সৌন্দর্যময় কল্পনার অনুভূতির কবিতা“অবেক্ষণ”

275
মহুয়া ব্যানার্জীর সৌন্দর্যময় কল্পনার অনুভূতির কবিতা“অবেক্ষণ ”

অবেক্ষণ
মহুয়া ব্যানার্জী

নিবিড় অপেক্ষা,
ছায়ার থেকেও দীর্ঘতর
অচেনা উপেক্ষা।

লুকানো অভিমান
কান্না হয়ে পড়ছে ঝরে
ভেজা মনের কোণ।

ভাঙছে বিশ্বাস-
দমকা ঝড়ে তাসের ঘরে
প্রবল অবিশ্বাস।

দেখছি প্রতিনিয়ত-
হাট-বাজারে পণ্য হল
যা কিছু ব্যক্তিগত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here