“এক টুকরো ভালবাসার আকাশ”কবিতাটি লিখেছেন শব্দচাষি-শিল্পী মাহমুদা

405
“এক টুকরো ভালবাসার আকাশ ”কবিতাটি লিখেছেন শব্দচাষি--শিল্পী মাহমুদা

এক টুকরো ভালবাসার আকাশ

                              শব্দচাষি — শিল্পী মাহমুদা।

দুষ্টু আকাশে
যখনই মেঘ দেখি
আমার মুখ হয় ফ্যাকাশে ,
ওগো দূর আকাশের চাঁদ
তোমার জোছনায় আমি নেবো জীবনের স্বাদ

ভালবাসায় ভালবাসা ভীষণ টানে
নীরবে খুঁজে খুঁজে পায় জীবনের নুতন মানে ,
আকাশের বুকে ডানা ঝাপটায় পাখি
নীলাভ চোখে তাইতো স্বপ্ন ধরে রাখি

অহরহ গন্তব্য খুঁজি
মেঘে ঢাকা রাত হলে জোছনা তুমি হারিয়ে যাও বুঝি!
বন্দি রেখো জোছনা তোমার কাছে আমার কথা গুলো ,
লাজুক রেশে গম্ভীর মুখে অন্য সব কিছুই না হয় ভুলো

জমিয়ে রেখো সব কিছুই আমার অনুভূতি
তোমার আলোয় যত্নে রাখা আকুতি ,
চুপি চুপি কত স্মৃতি ফেলে আসা
সেইতো ভালবাসা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here