“একটি নক্ষত্রের রাত ” কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া।

740
“একটি নক্ষত্রের রাত ” কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া।
প্রতিভাধর কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

একটি নক্ষত্রের রাত

                         লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

হাজার মাইল পথ পাড়ি দিয়ে
একদিন আমরা যাবো
সমুদ্র গর্ভজাত রহস্যের
মায়াপুরী নীল জলের
বর্ণিল প্রবাল দ্বীপ –
রূপালি বালুচর দারুচিনির বুকে!
প্রিয় হুমায়ূনের স্বপ্নেরা
যেখানে উড়ে বেড়ায়
সন্ধ্যার বাতাসে,রাতের নির্জনে সফেদ ফেনায় মিশে
বারবার ফিরে আসে কেয়াবনে!
সারি সারি নারিকেল গাছ ছুঁয়ে
আমরা হেঁটে যাবো –
রূপালি চাঁদের আলোয়
দৃশ্যমান হবে পদ-চিহ্ন!
দারুচিনি দ্বীপের নির্জন বুকে
একটি নক্ষত্রের রাত কাটাবো
শুধু আমরা দুজনে-
আমাদের ঘিরে থাকবে
উত্তাল নীল বারীশ আর
অতন্দ্র প্রহরী নারিকেলের সারি,
সন্ধ্যারাত থেকে মহাশুন্যে
একে একে জ্বলে উঠবে
লক্ষ কোটি নক্ষত্র,
আর নিচে নরম বালুর বুকে
পাশাপাশি তুমি-আমি
সাজাবো আমৃত্যু বাসর।
একটি নক্ষত্রও ম্লান থাকবে না
জ্বলবে আপন তেজে
কৃষ্ণ গহবর ও হবে আলোয় পূর্ণ
রূপালি স্নিগ্ধ আলো জ্বেলে সৌন্দর্যের প্রতিনিধিত্ব
করবে চন্দ্রদেব!
আলোর বন্যায় ভাসবে নীলগ্রহ-
যেন স্বর্গের সাথে মর্তের মিলন!
তোমার চোখে দেখব-
পৃথিবীর অনুদ্ভাসিত সৌন্দর্য,
সেদিন পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে
সাক্ষী রেখে নক্ষত্রের
আলোর বন্যায় নক্ষত্র স্নানে
আমরা হব পৃথিবীর –
প্রথম মানব-মানবী,
সবচেয়ে সম্পদশালী আর
রোমান্টিক প্রেমিক যুগল।
নক্ষত্রের ইন্দ্রজালে দেখব
আমাদের অনাগত ভবিষ্যৎ,
মধ্যরাতের নীরবতা ভঙ্গ করে
এক মাতাল বারীশ হুংকারে কম্পিত দারুচিনি দ্বীপের বুকে
নক্ষত্র বাসরে আমরা কাটাবো –
একটি নক্ষত্রের রাত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here