কলমযোদ্ধা ওপার বাংলার কবি_সোনালী মন্ডল আইচ এর ভিন্নমাত্রার কবিতা “দৃষ্টিভ্রমের জগতে ”

400
কলমযোদ্ধা ওপার বাংলার কবি_সোনালী মন্ডল আইচ

দৃষ্টিভ্রমের জগতে

            সোনালী মন্ডল আইচ

এখানে গোলার শস্য পড়ে থাকে
ইঁদুরের জিম্মায় ।
অন্ত্যন্ত সঙ্গীন হামলায় মধ্যবর্তীতেই
শেষ ঘন্টা ।

আগলে রাখার অভ্যাসের তৎপরতা
অদ্ভুত নিঃশব্দ ।
ফলকে গ্রামটার নাম লেখা “কসাক ”
ভীষণ অনটন !

কুয়োগুলো অর্ধেক ভর্তি হলেও
পিপাসা প্রবল !
কোথাও একটা বালতি নেই —
ছাতি ফাটে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here