“ছায়া”কবিতাটি লিখেছেন ভারত থেকে সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি_কল্যাণী মজুমদার। জুলাই ১৭, ২০২০432ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL “ছায়া”কবিতাটি লিখেছেন ভারত থেকে সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি_কল্যাণী মজুমদার। ছায়াকল্যাণী মজুমদারবিস্ময়কর একটা ছায়া, সদর দরজা খোলা দেখে, ঢুকে পড়ে ঘরে। তাড়াতে গেলে সড়ে না সারা ঘর দৌড়ে বেড়ায়।কেউ দেখলো না, কেউ জানলো না গন্ধ ছড়িয়ে দিল ঘরময় রুম স্প্রে করে দিলাম……ছায়া ছায়া হয়ে রয়।