জাতির জনক বঙ্গবন্ধুর শত বর্ষে অসাধারন একটি কবিতা “বঙ্গবন্ধু” কবিতাটি লিখেছেন লিখেছেন লন্ডন থেকে আলোকিত কবি পম্পি বড়ুয়া ।

635
“বঙ্গবন্ধু ” কবিতাটি লিখেছেন লন্ডন থেকে আলোকিত কবি পম্পি বড়ুয়া ।
আলোকিত কবি পম্পি বড়ুয়া

“বঙ্গবন্ধু ”

            পম্পী বড়ুয়া

——————————-
১৭ই মার্চ জন্মদিন তোমার
জাতির পিতা বঙ্গবন্ধু,
জন্ম দিনের শুভেচ্ছা জানাই
শ্রদ্ধা অসীম সিন্ধু ।

বাংলার স্বাধীনতা সন্মান জয়ী
বিশ্বে তুমি মহিয়ান,
হে মহান নেতা জাতির পিতা
তোমায় হাজার সালাম।

ধন ধান্যে পুষ্পে ভরা স্বদেশ
আমার সোনার মাটি,
গর্বিত জাতি বঙ্গবন্ধুর আদর্শে
জীবন করবে খাঁটি।

ঐ বজ্রকন্ঠ ধ্বনি তর্জনিতে গর্জন
কাঁপিয়েছে সারা বিশ্ব,
স্মৃতিতে তুমি চিরভাস্বর অম্লান
তোমায় হারিয়ে নিশ্ব।

শিশুদের প্রতি উদার ভালোবাসা
জাতির পিতা তোমার,
জন্মদিনে শিশুদিবস পালন করি
জনক বঙ্গবন্ধু সবার।

ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা রবে
মুজিব মানে বাংলাদেশ ,
বাহান্ন থেকে উনসত্তরের অভ্যূত্থান
একাত্তরে পেলাম স্বদেশ।

মুক্তির সংগ্রাম ,স্বাধীনতার সংগ্রাম
রেইসকোর্সে মুক্তির শাখেঁ,
দিশেহারা জনতা ঝাঁপিয়ে পড়ল
বঙ্গবন্ধুর যুদ্ধের ডাকে।

বিশ্বের বুকে মানচিত্র পেল দেশ
এগিয়ে যাবে বাংলাদেশ ,
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে
বঙ্গবন্ধুর সোনার দেশ।

রত্নগর্ভা মাতা ধন্য তোমার পিতা
মহান নেতা জন্ম দিয়ে,
তুমি বাংলার স্বাধীনতার জনক
বাংলা ধন্য তোমায় পেয়ে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here