কবি-মাহবুবা করিম’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“তোমার কাজল লেপটে গেলে”

288
কবি-মাহবুবা করিম’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“তোমার কাজল লেপটে গেলে”

তোমার কাজল লেপটে গেলে
মাহবুবা করিম

গতকাল কাঁদলে কেন? শহর ভিজে গেল, হাঁটুজল ;
গতকাল সুক্ষ্ণজল জমালে চোখে আজ সারাদিন
সরলবৃষ্টি
গতকাল চোখ থেকে বিন্দু জল – খুনী জল, অবিকল
লক্ষ পাঁজর ভাঙার মতো এমন কাঁদলে কেন তুমি?
কাজল ধুয়ে গেল সারা……

গতকাল কাঁদলে কেন এমন? কোটি সময় ধরে চাঁদের
শরীর ঢেকে আছে কালো মেঘে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here