মহানায়কের মহা আগমনে কবি–এন এম রফিকুল ইসলাম লিখেছেন কবিতা “মহানায়ক তুমিই মহাকবি”।

502
মহানায়কের মহা আগমনে
কবি--এন এম রফিকুল ইসলাম

মহানায়ক তুমিই মহাকবি

              ———————————–
              — এন এম রফিকুল ইসলাম

প্রভাতের সূর্যটা হেসে উঠলো পূর্ব দিগন্তে
আবীর রাঙা মেঘেদের ফাঁক গলে।
পলাশ ফোঁটা ফাগুনের দীর্ঘ রজনীর
পুরোটাই কেটে গেছে মহা মঞ্চ গড়ার কাজে;
অতপরঃ শুরু সেই মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষা,-
কখন আসবে মহা মঞ্চ কাপাতে মহানায়ক।

তিল ধারণের ঠাঁই নাই রেসকোর্সের ময়দানে,
টিনের চাল, গাছের ডাল, বিল্ডিংয়ের ছাঁদ,-
কানায় কানায় পরিপূর্ণ সবখানে।
শ্লোগানে শ্লোগানে মুখরিত আকাশ বাতাস,-
কখন আসবে মহা মঞ্চের সে মহানায়ক,
বজ্রকন্ঠে শোনাবে মুক্তির অভয় বাণী ?
কখন বাজবে দরাজ গলায় মুক্তির সংগীত?

থমথমে ঢাকার আকাশ, বাতাসে বারুদের গন্ধ !
নরপিশাচ পাকি শাসকের অনুগত হায়েনার দল
ওঁৎ পেতে ঘিরে আছে চারিপাশ হিংস্র দৃষ্টিতে;
কে খবর রাখে তার?
ভেসে যাবে ওরা মুক্তিকামী জনতার মহাস্রোতে।

বেলা বাড়ছে, উত্তাপও বাড়ছে সময়ের সাথে।
জনতার বাঁধভাঙা জোয়ারে ছয়লাব
ঢাকার রাজপথ অলিগলি
কোন এক মুকুটহীন সম্রাটকে বরণ করে নিতে
আইনের রক্তচক্ষুকে পায়ে দলে।
ওরা বাঙালী, বাঙলা মায়ের সাহসী সন্তান ওরা,-
ওরা মরতে জানে, হারতে জানে না।
ওদের হুংকারে লক্ষ্য ভ্রষ্ট হয়ে খসে পড়ে
সাহসী শিকারীর তাক্ করা বন্দুকের নল।
ওরা কেবল মুক্তি চায় বাংলা আর বাঙালীর,
এখন অপেক্ষায় শুধুই আদেশের।

অবশেষে অবসান হলো সেই প্রতীক্ষার ক্ষণ গণনার,-
জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু ধ্বনিতে
প্রকম্পিত হলো আকাশ বাতাস নগর প্রান্তর
মহানায়কের মহা আগমনে।
মোটা কালো ফ্রেমের চশমাটা একহাতে হাতে ধরে
অপর হাত নেড়ে গ্রহন করলেন অভিবাদন জনতার।
গুরুগম্ভীর ভাবাবেগ ক্রমশই চললো বেড়ে,
বেড়ে চললো ক্রমেই জনতার আবেগের উর্ধ্বগতি।
ঘোষিত হলো সেই বহুল কাঙ্খিত শব্দমালা
কবিতার পঙক্তিতে বজ্রের হুঙ্কারে,-

“তোমাদের যার হাতে যা কিছু আছে
তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।”
“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম।”

মুহূর্তেই রচিত হলো মহাকালের এক মহাকাব্য,-
আর তার রচয়ীতাও হয়ে উঠলো
মুক্তির মহানায়ক থেকে এক মহাকাব্যের কবি।
মিশে গেলো অনন্তকাল ধরে
বাঙালীর প্রাণের ধারায়,নিঃশ্বাসে, বিশ্বাসে
বঙ্গবন্ধু হয়ে; বাঙালীর মুক্তির দূত
স্বাধীনতার মহান স্হপতি চির উন্নত শির
বাঙালী জাতীর জনক হয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here