জীবন শেষে
জবা চৌধুরী
ফুল দিও না যাবার পথে
যত্নে তুলে রাখো ।
গুনে গুনে মৃত্যু চিনে
সাহস নিয়ে থাকো।
হৃদয়ে কত বাঁধ ভাঙবে
রং লাগবে ক্যানভাসে ।
সবই ভুলো, ভালো থেকো
মন খুলে আর আচ্ছাসে!
রিটার্ন টিকেট আসা যাওয়ার
সাথে নিয়েই আসা যে !
যাবার কথা আসলে মনে
মায়ায় বাঁধে আশা সে !
লকডাউনে বন্দি ঘরে
মরণ ঘোরে কার্নিশে ।
ঘড়ির কাঁটা থামলে শুরু
ওয়ানওয়ে জার্নি সে !