“নিরব আচ্ছন্ন “
—– দিলু রোকিবা —–
কোনো কোনো নিদ্রাহীন রাতে জানালায়
বসে ভাবি
আমার টেবিলে রাখা কবিতার খাতার ভেতরে কী
প্রবেশ করবো?
একাকী নিঃসঙ্গ শয্যায়•••
রাতের ঘুম বিজনে জ্যোৎস্নাও কেঁদে ওঠে
মনে পড়ে করুণ সংগীত, বেহালার সুর,
ঝরে পড়ে বনাবৃত নিরালায় মন ।
শুয়ে থাকা সেই মানুষটি
আমার শয্যায় সারাক্ষণ
অস্পষ্ট ছায়া হয়ে, -ছায়া- মমতায়
ঘুরে ঘুরে দেখা দেয় ••
কিছু রাত কেটে যায় স্বপ্ন বিহীন
আর কিছু ভেঙে যায় নিরবে
কিছু স্মৃতি হারিয়ে যায় আড়ালে
শুধু ঐ নীলকান্ত শুকপাখিটা চলে গেল দূরে অজানা অচিনপুরে••••
১৯।১।২০২২
(স্বত্ব সংরক্ষিত)
ঢাকা, মোহাম্মদপুর।