মধ্য রাতের প্রশ্রয়
সুমিতা বর্ধন
মধ্যরাতের প্রহর গুনি রোজ
চারদিকে নিস্তব্ধতা
কানে কানে বলে আমায়
ভালবাসার কথা।
মায়াবী রাতকে গভীর আলিঙ্গনে
আবদ্ধ করি,
একবার নয় বার বার।
রাতটুকু ভালবেসে আমার সমস্ত
মনপ্রাণ জুড়ে থাকে,
আর,সেই ভালবাসাকে রোজ প্রশ্রয় –
দিয়ে যায় মিষ্টি মায়াবী রাতটুকু।
লাগামছাড়া ভালবাসার তেষ্টাকে
একটু একটু করে বাড়িয়ে দিয়ে যায়-
মিষ্টি মধুর রাতের আবেশ।
আমি জানি মধ্যরাত
বিশ্বাসঘাতক নয়,
রোজ আসে আমার বুকে মাথা রেখে প্রহর গুনে,
আর, আমি অপেক্ষা করি
আরো একটি রাতের জন্য।