সত্য ও সুন্দরের পূজারী সামানা সিদ্দিকা এর লিখা কবিতা “ছুটি”

622
সত্য ও সুন্দরের পূজারী সামানা সিদ্দিকা এর লিখা কবিতা “ছুটি”

ছুটি

           সামানা সিদ্দিকা

জীবনটাই ছুটি –!
স্কুলের ঘন্টা বেজে গেলেই ছুটি
পাখির কোলাহল বন্ধ হলেই তো পাখির ছুটি
অন্ধকারের সূচনালগ্নে আলোর ছুটি
বাঘের গর্জন,সিংহের হিংস্রতা,বিষধর সাপের ফনা বার্ধক্যের সীমানায় ছুটি।
উদয় সূর্য অস্তমিত হলেই ছুটি
বসন্তের কোকিলের কুহু কুহু ডাক বসন্তের সমাপ্তি হলেই ছুটি।
এ যেন এক খেলাঘর
খেলা শেষ হলেই ছুটি।
পরিশেষে, এই খেলাঘরে অংশগ্রহণকারীদের শেষ নিঃশ্বাসের পরিসমাপ্তি মানেই তোমার আমার সবার ছুটি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here