অপর নাম
লুনা আহমেদ
আমাকে ভালোবাসো
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখো,রাখো —
আঙুলের ভাঁজে আঙুল, হাতের ভাঁজে হাত, চোখ রাখো চোখের ভাঁজে।
ভালোবাসা সমুদ্র
উত্তাল ঢেউ, তারে তুমি পোষ মানা পাখি করে নাও
বাঁধ না মানুক, না শুনুক মানা
শুধু হৃদয়ের কাছে এসে
চুপটি মেরে বসে থাকুক প্রভুভক্ত কুকুর
ভালোবাসবে আর জ্বালাবে না?
পোড়াবে না ভেতর-
তা হয় নাকি?
ভালোবাসা আগুন
একবার জ্বলে উঠলে-
হাজার মনে সেই আগুনের তাপ ছড়িয়ে দিতে হয়।