বহ্নি
সুলতানা শিরীন
তোমার মুক্তোঝরা হাসিতে ঝরে খুনির রক্ত,
পৃথিবী না জানলেও আমি জানি ক্রূর সত্য।
কেন বেঁধে রেখেছো আমায়? কত চাই প্রতিশোধ!
হাসছো? ভাবছো আমি এক মহা নির্বোধ।
আসলে মাঝে মাঝে ভাবি তুমি ভালোবাসো,
আসলে ভুল, তুমিতো আমায় নিয়ে পুতুল খেলো।
তুমি আমাকে ভালোবাসো সেই ডাইনির মতো,
কার্যসিদ্ধির আগে তাই এতো খাতির যত্ন!
সত্যি বলতে আমি তোমার ঘুঘুর ফাঁদের ঘুঘু,
এখন প্রতি রাতে প্রতিশোধের রক্ত ঝরাও শুধু।
আর কত মাথা পেলে হবে তুমি শান্ত,
অঙ্গ ব্যবচ্ছেদ উল্লাসে হচ্ছ উন্মত্ত।
এতো রাগ, এতো ক্ষোভ, কোথায় পুষে রেখেছিলে?
একের অপরাধে শাস্তি দিচ্ছ কেন শতজনে?
শান্ত হও নারী, শান্ত করো মন,
তুমি জননী, তুমি বসুধা, তুমি শান্তির কোল।