কবিতার লাশ কাটা ঘর
জসীম উদ্দীন মুহম্মদ
———————————
কবিতার লাশ কাটা ঘরের সামনে মুখ ভাড়া করে
বসে থাকি কেবল; হাসপাতালের বয়, বাবুর্চি ওরাও
সবাই বলে দুর্বোধ্য!
আমি সচেতনে অথবা অবচেতনে কাঁটাতারের কথা
সযত্নে এড়িয়ে যাই
এড়িয়ে যাই কিছু কিছু বিজাতীয় দুর্গন্ধ!
তবুও অফবিটে যদি কোনোদিন দেখা হয়–হউক
চা অথবা কফির কাপে প্রেম উড়তে চায় — উড়ুক
আমার কাছে সমুদ্র আর সাধক একই ঘরনার শব্দ!
কে বলেছে ডোমেরা কেউ মানুষ না?
প্রাগৈতিহাসিক কাঠঠোকরার ঠোঁট!
আজকাল প্রায়শই আমার নাক বন্ধ– কোনোমতেই
বুঝতে পারি না কোন্টা গন্ধ আর কোন্টা দুর্গন্ধ….!!
————————————————–
পরিচিতিঃ সহযোগী অধ্যাপক, সরকারী আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।