চেতনাবোধের কবি -নাসরিন জাহান মাধুরী এর কবিতা “অগ্নিকন্যা প্রীতিলতা”

703
নাসরিন জাহান মাধুরী এর কবিতা “অগ্নিকন্যা প্রীতিলতা”

★অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, জন্ম যার ৫ মে ১৯১১ – আহুতি ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমন শেষে বৃটিশ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে।
আজ এই অসীম সাহসী নারীর ১১০তম জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। চির অমর ভাস্বর প্রীতিলতার সাহসীকতা উদ্ভুদ্ধ করুক প্রজন্ম থেকে প্রজন্মকে।★

অগ্নিকন্যা প্রীতিলতা

            নাসরিন জাহান মাধুরী

যে দেশপ্রেমের আগুন জ্বেলেছিলে মনে
দ্রোহের আগুনে জ্বলেছিলো যে চোখ জোড়া
সে আগুনে আহুতি তোমার স্বাধীন স্বদেশের অনির্বাণ সূর্যের রথে…
সেই দৃপ্তী, সেই ত্যাজ আজো মনে আনে অভিলাষ
সব অনিয়মের শৃঙ্খল বুঝি জ্বালিয়ে দেবো অগ্নিবাণে
হয়নাতো আর সেই অভিলাষ পূরণ
অবনত চোখ জল মুছে মেনে নেয় সব হুঙ্কার..
তোমার আহুতি স্বদেশের স্বাধীনতার তরে
স্বাধীন দেশে কত প্রীতিলতা নিষেধের
বেড়া জালে রক্তচক্ষু উপেক্ষার শক্তি সাহস
থাকেনা তাদের, অসহায় মন অদৃশ্য শৃঙখলে মাথা কুটে মরে…
কোথায় প্রীতিলতা কোথায় আগুন কোথায় সে অগ্নিচোখ?
আবার জ্বলুক দৃপ্ত প্রত্যয়ী সে চোখ
রুখে দিক নারীর ওপরে জুলুমের হাত আর দুর্নামের খেতাব।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here