ভারত থেকে কলমযোদ্ধা-দেবাশ্রিতা চৌধুরী এর কবিতা“একটি দুপুর ”

256
কলমযোদ্ধা-দেবাশ্রিতা চৌধুরী এর কবিতা“একটি দুপুর ”

একটি দুপুর

দেবাশ্রিতা চৌধুরী

ভ্রমরের মত পদ্মমধু চুরি করে
নিঝুম দুপুর ডুব দেয় ভাতঘুমে
কাঁসার বাসনে সোনা রঙ ধরিয়ে
কলকল ছলছল এখন স্তব্ধ নিথর

পালেদের ভূঁড়িতে তেলমাখা
দীর্ঘস্নানরত প্রৌঢ় নিরাশ চোখে
গামছা গায়ে ঘরের পথে যায়
নিস্তব্ধতায় গতসময়ের বিজ্রম্ভণে

দুপুর ছিচকে চোরের মত সব দেখে
মুখ লুকিয়ে হাসে জলঢোঁড়ার নির্বিষ হাসি
আকাশ আরও ঝুঁকে আসে ,এইসব
খেলা আপাতত শেষ হলে নিঃশ্বাস নেবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here