গেরিলা ছন্দের কাব্য
————আরশ মালিথা
ধ্বংস স্তূপের পাহাড় দেখেছি!
সেটি ছিলো গতকাল।
আজ সেখানে কংক্রিটের ফুল ফোটে,
আজ ফুলগুলো রক্তের ঝাঁজাল গন্ধে মাতে।
গতকাল ছিলো বিষন্ন একটি আতঙ্ক!
গতকাল ছিলো একটি স্বপ্নহীন ভোর।
গতকালের সূর্যে বিষাদের শুকনো ঠোঁট।
অতীত আর ভবিষ্যতের জোড়া ঠোঁট –
মিলবে কি কখনো?
পাহাড়ের গোহায়,নির্জন বনভূমির –
সবুজ প্রান্তরে,
শাল বৃক্ষের টান করা শিণার ওপরে,
ভারী অস্ত্রের বেপরোয়া আওয়াজে,
প্রতিবাদী কন্ঠে,
লেলিন অথবা চে’গুয়েভারার-
বিপ্লবী চেতনার ফানুস উড়িয়ে দিয়ে,
আমরা মিশে থাকবো ধূলিকণায়,সমুদ্রের নীলে,
আকাশের সীমাহীন বিশালতায়।
সবুজে সমারোহে, ছড়িয়ে ছিটিয়ে-
রক্তের দোয়াত কলমে লিখবো
একটি গেরিলা ছন্দের কাব্য!