সমকালীন সৃজনশীল কবি-আনজানা ডালিয়ার অনুভূতি,উপলব্ধির কবিতা“এলোমেলো মন” অক্টোবর ৩, ২০২১276ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL -আনজানা ডালিয়ার অনুভূতি,উপলব্ধির কবিতা“এলোমেলো মন” এলোমেলো মনআনজানা ডালিয়ানিভুনিভু সলতেটায় হাতের আড়ালে প্রাণ দিলে কেন?কেন আবার আধমরা হয় বিকেলের সুরজং ধরা রেলিঙে ফিঁকে দুপুর কেন কাঁদে,জংলী পাতার ফাঁকে কেন পথ হারায় বারেবার,সব উচ্ছাস আমার চৌকাঠে এসে থমকে দাড়ায়তবুও মন তোমাতে অবিরত হারায়।