সমকালীন সৃজনশীল কবি-আনজানা ডালিয়ার অনুভূতি,উপলব্ধির কবিতা“এলোমেলো মন”

248
-আনজানা ডালিয়ার অনুভূতি,উপলব্ধির কবিতা“এলোমেলো মন”

এলোমেলো মন
আনজানা ডালিয়া

নিভুনিভু সলতেটায় হাতের আড়ালে প্রাণ দিলে কেন?
কেন আবার আধমরা হয় বিকেলের সুর
জং ধরা রেলিঙে ফিঁকে দুপুর কেন কাঁদে,
জংলী পাতার ফাঁকে কেন পথ হারায় বারেবার,
সব উচ্ছাস আমার চৌকাঠে এসে থমকে দাড়ায়
তবুও মন তোমাতে অবিরত হারায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here