এলোমেলো মন
আনজানা ডালিয়া
নিভুনিভু সলতেটায় হাতের আড়ালে প্রাণ দিলে কেন?
কেন আবার আধমরা হয় বিকেলের সুর
জং ধরা রেলিঙে ফিঁকে দুপুর কেন কাঁদে,
জংলী পাতার ফাঁকে কেন পথ হারায় বারেবার,
সব উচ্ছাস আমার চৌকাঠে এসে থমকে দাড়ায়
তবুও মন তোমাতে অবিরত হারায়।
এলোমেলো মন
আনজানা ডালিয়া
নিভুনিভু সলতেটায় হাতের আড়ালে প্রাণ দিলে কেন?
কেন আবার আধমরা হয় বিকেলের সুর
জং ধরা রেলিঙে ফিঁকে দুপুর কেন কাঁদে,
জংলী পাতার ফাঁকে কেন পথ হারায় বারেবার,
সব উচ্ছাস আমার চৌকাঠে এসে থমকে দাড়ায়
তবুও মন তোমাতে অবিরত হারায়।