অগ্নিশিখা
জুলি লাহিড়ী
কেউ কি তাকে দিতে পারে একটা কাজের খোঁজ?
সারাবেলা হন্যে হয়ে হেঁটে বেড়ায় রোজ।
ঘুম পাড়ানি গান বয়ে যায়, ঘুম আসে না চোখে
রাস্তাঘাটে তাকে দেখে যায় মেপে সব লোকে।
অগ্নিশিখা চোখ দুটো তার, কখনো বানভাসি
পেটের ভিতর তীব্র খিদে, মলিন হচ্ছে হাসি।
অন্ধকারে কারা যেন বাড়িয়ে দিল হাত
ছিঁড়ে খেল, দৃশ্য দেখে মুখ ঢেকে নেয় রাত।
শরীর জুড়ে নখের আঁচড়, নেই আদরের তাপ
জানল না কেউ রাতের কালোয় জন্ম নিল পাপ।