হীরক বিন্দু
রত্নপ্রভা গাঙ্গুলী
অমূল্য রত্ন টুকু রাখা যতনে,
গভীর কোটরে ঢাকা আচ্ছাদনে।
সহসা বেরোয় না লুক্কায়িত ধন,
বাঁধানো কাজল পাতায় ক্ষণে ভেজায় মন।
সুখে দুখের সাথি অশ্রুর নীড়ে,
অমা পূর্ণিমায় টুপটাপ কাজলা দিঘির পাড়ে।
যেন হীরক কুঁচি সোহাগ বিয়োগে,
গেঁথে নাকছাবি আপণ আয়াসেই আঁকে।
তালিম মন মগজে বুলিয়ে যায়,
স্মৃতি পাতায় বিয়োগ স্বজন রা যখন ঘুরে বেড়ায়।
কখনো ভাসিয়ে পুকুর ভাঙা বাঁধ ভাসিয়ে গ্রীবায়,
কখনো হীরক বিন্দু গেঁথে একটি কনায়।