নাসিমা হক মুক্তা এর কবিতা“নিষাদ ”

278
নাসিমা হক মুক্তা এর কবিতা“নিষাদ ”

নিষাদ কাব্য

   নাসিমা হক মুক্তা

প্রহরের শেষ ছুঁই ছুঁই
গেল বেলা ঘন বারিপাতের কারুকাজ
কতই না বৃষ্টি চুম্বনে
দ্রোহের শরজালে আটকা পড়েছিল
চৈত্রের আগুন!

অগ্নিমূলে লাল শিখার হেম পরশ
রাত্রিলোকের জিয়ল আঠায় জড়িয়ে
জনপদের নিষাদ কাব্য ভুবনে
ট্রেন ছাড়ছে ;

কতদূর!

যেতে যেতে ঝাউবনে টিটকিরি
পা গিলে –
মহারাষ্ট্রের ভেতর
তার রণপ্রান্তে
মুখ খুঁটে বহু মুখের আয়না
তাতে ভেসে ওঠে হাজারো রহস্য!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here