কাজী নজরুল ইসলাম-এর১২২তম জন্মবার্ষিকী।জন্মতিথিতে কবি রুনা লায়লা লিখেছেন কবিতা“সুখ জাগানিয়া স্রোত”

580
কাজী নজরুল ইসলাম -এর ১২২তম জন্মবার্ষিকী।জন্মতিথিতে কবি রুনা লায়লা লিখেছেন কবিতা “সুখ জাগানিয়া স্রোত ”

সুখ জাগানিয়া স্রোত

   রুনা লায়লা

তোমার কবিতা জীবনে এনেছে প্রেমের জোয়ার কবি
কখনো মনেতে বাসনা জাগায় আকাশ ছোঁয়ার ছবি
কখনো বা কাঁদি হাসিও আবার ভয়ে থরোথরো কাঁপি
তেপান্তরের মাঠ পেরিয়েই ঢেউয়ের তরে ঝাঁপি ।

তোমাকে খুঁজেছি নিয়ন বাতিতে অচেনা শহরের ভিড়ে
ফেনিল আকাশে ইথারে ইথারে রয়েছি তোমাতে ঘিরে
সময়ের ভাঁজে শোক পাখি কাঁদে স্বপনে দেখা দিও
সুখ জাগানিয়া স্রোত তোমাতেই খুঁজি ওগো মোর প্রিয়।

কালের স্মৃতির পাতায় পাতায় তোমার নামটি ঘিরে
হৃদয়ে গেঁথেছ রক্ত করবী ফোটে সোহাগের নীড়ে
দূরাকাশে উড়ে মেঘ রাঙা চিল ক্লান্ত দেহের ভাঁজে
তাঁতের শাড়িতে বাউরি বাতাসে প্রভাতী নতুন সাজে।

কবি কাজী নজরুল ইসলাম তোমার স্মরণে প্রাণ
হৃদয়ের কোণে আজ-ও আছো হে করি তাই সম্মান
অবেলার ডাকে বিদ্রোহী গানে সবকিছু ঘিরে আছো
পিছু-ডাক যতো পেছনেতে ফেলে ভালোবাসার নীড়ে আজো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here