খেয়ালি মন
জেসমিন জাহান
সাদা শাড়ি আর নীল টিপে
তোমায় মানায় ভালো
কিন্তু লাল-রঙ রাঙিয়ে কপাল
তুমি ছড়াও আলো।
কপালের ওই ছোট্ট টিপে
খুঁজে ফিরি আকাশ
পলাশের রঙ ছড়াও যখন
পাই বারোটা মাস।
আকাশ জানালা খুলে দিলে
খুঁজে মরি নক্ষত্র
বাতাস ভেলায় ভেসে বেড়াও
ছুট দাও যত্রতত্র।
হাতের মুঠোয় চাই যখনই
দেখি তারার আলো
জোনাক পোকা হয়ে পুচ্ছে
বাঁশবনে তাই জ্বালো।
শান্ত উঠোন যখন খুঁজি
জ্বালাই চাঁদের বাতি
হলুদ নিয়ন উদ্দামতায়
তোমার মাতামাতি।
ভালো লাগে সবুজের বন
সুরেলা সেই পাপিয়া
হুল্লুরে দিন কাটে বেদম
রাতের ক্যাফেটারিয়া।
তৃষিত রই চাতক হয়ে
রিমঝিমে যেই কথা কও
হতে পারি থির সরোবর
যদি আফ্রোদিতি হও।
ভাবনা ঘুড়ি শূন্যে উড়াল
প্রাণপণ সুতো টানি
অষ্টপ্রহর তৈরি জেনো
মনের জমিন খানি।
সত্যি বলছি যখন খুশি এসো
দিব্যি করছি বড্ড ভালোবেসো।