বৃষ্টি হাওয়ায় পাল তুলে
মাসুমা সুইটি
এমন ধারায় বরিষন মন হারিয়ে যায়
রিমঝিম রিমঝিম পাগলা হাওয়ায়।
এলো কেশ উড়িয়ে নিয়ে যায় কুন্তল
জলধারা নেমে আসে ঝরে শুধু জল।
চঞ্চল মন করে উথাল আর পাথাল
ঝড়ো হাওয়া মনটারে করে যে মাতাল।
মেঘের গায়ে নামে ফুলঝুরি শতদল
ঝিরিঝিরি নামে বুঝি রিনিঝিনি ঐ মল।
বৃষ্টির মল পায়ে বেজে ওঠে ঐ নুপুর
উত্তাল ছন্দে কি মধুর সেই সুর।
সেই সুরে গান ধরে ফুল,লতা পাখি কূল
ইশারায় শিস দেয় শাখা -ডালে বুলবুল।
বৃষ্টি হাওয়ায় পাল তুলে মেঘেরা উড়ে যায়
আনন্দে সিক্ত মাটি বুঝি গান গেয়ে যায়।
পৃথিবী পবিত্র করে ধুয়ে দেয় কালিমা
নবধারা জলে তার আছে শত উপমা।