তরুণ
এ এইচ জিহান মৃধা
আমি তরুণ আমি অরুণ,
আমি প্রলয় আমি ঘূর্ণিঝড়।
আমি সাইক্লোন আমি কম্পন,
আমি বাঘের মতো করি গর্জন।
আমি ছিঁড়বো শিকল ভাঙ্গবো বাঁধ,
পাতাল ফুঁড়ে দিচ্ছি ডাক।
অন্যায় কারীর ভাঙ্গবো হাত,
আমি তরুণ আমি অরুণ।
আমি অনাথ শিশুর জনক,
আমি ক্ষুধার্ত তৃষ্ণা বস্ত্রহীন এর বস্ত্র।
আমি ধর্ষণ কারীর কাটবো মুন্ড,
আমি ভয়াল আমি অগ্নি।
আমি রক্ষক নাহি ভক্ষক,
আমি নিপিড়ীত মানুষের অনুপ্রেরণা।
আমি অনিয়মের দেয়াল টাকে ভাঙ্গবো,
আমি তরুণ আমি অরুণ।
আমি অন্ধের পথের দিশা,
আমি বোবার বাকরুদ্ধ হাসি।
আমি কৃষকের ক্লান্তি লগ্ন,
আমি ন্যায্য মূল্য দাবিতে উজ্জীবিত কন্ঠ।
ঘুষ খোর সুদ খোরদের ভাঙ্গবো দেয়াল,
ভাঙ্গবো ওদের সুখের পাশ্চাত্য।
আমি মহামারি আমি ধ্বংস,
আমি তরুণ আমি অরুণ।
আমি সন্তান হারানো মায়ের আর্তনাদ,
আমি মানসিক ভারসাম্য হীনের ভরসা।
আমি ধর্মের ধর্মান্তরের বাহক,
আমি দেবালয় রক্ষা কারী রক্ষক।
আমি করবো বিশ্ব জয়,
ভাঙ্গবো পাথর বাঁধা।
মাথা নতো না কোনো পথে,
আমি তরুণ আমি অরুণ।