জেসমিন জাহানের নির্বাক অন্তরের কবিতা “ভালোবাসতে জানতে হয় ”

192

ভালোবাসতে জানতে হয়
জেসমিন জাহান

চাইলেই কী ভালোবাসা যায়!
ভালোবাসতে জানতে হয়
বুকের খাঁচায় সংগোপনে
যত্ন করে তাকে রাখতে হয়।
হারিয়ে যাওয়ার শঙ্কাতে মন
রাত- প্রভাতে অধীর কাঁপন
হঠাৎ আসা দমকা হাওয়ায়
শিহর জাগা অনুরণন,
আবেশ মাখা মনের জমিন
সোহাগ দিয়ে ঢাকতেই হয়।
ঘোরলাগা ক্ষণ-নিশার স্বপন
বাউরি বাতাস-বসন্ত বন
বুঁদ হয়ে সেই কোমল মায়ায়
অজান কারো অবশ ছোঁয়ায়
নিরুদ্দেশের ঢেউয়ে কেবল
দোদুল দোলায় দুলতেই হয়!

ভালোবাসতে জানতে হয়!
আধখানা চাঁদ পরম সুখে
ভেসে বেড়ায় ঢেউয়ের বুকে
নদীর কালো ক্যানভাসে তাই
বিস্ময়ে চোখ রাখতেই হয়!
যোজন যোজন দূরে থেকে
মনের দুয়ার খোলা রেখে
হাজার কথার মালা গেঁথে
খোঁপায় গুঁজে রাখতেই হয়,
কাঁচপোকা টিপ পড়িয়ে তাকে
মুগ্ধ হয়ে দেখতেই হয়!
শেষ বিকেলের রোদের গুঁড়ো
আকাশ পটে ছড়িয়ে দিয়ে
কপোল জুড়ে আবির রাঙা
মধুর ছবি আঁকতেই হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here