“রঙ্গিন পৃথিবী”লিখেছেন তারুণ্যের সারথি কবি এ এইচ জিহান মৃধা।

622
“রঙ্গিন পৃথিবী ”লিখেছেন তারুণ্যের সারথি কবি এ এইচ জিহান মৃধা।

রঙ্গিন পৃথিবী

            এ এইচ জিহান মৃধা

থেমে যাবে এই মৃত্যুর মিছিল,
কেটে যাবে এই ঘোর কোলাহল।
উদীয়মান হবে নতুন ভোর,
রঙ্গিন হবে আবার এই পৃথিবী।

আবার হবে শব্দ দূষণ বায়ু দূষণ,
হবে আবার নৃত্য পরিবেশন।
আনন্দ উল্লাসে মাতোয়ারা হবে সবাই,
রঙ্গিন হবে আবার এই ভূবন।

ধূসর আকাশ আজ,কাল দিবে বধু সাজ,
পবনে শুনবো গান নদীর কলতান।
বাজবে ঢাক-ঢোল বর্ণীল আয়োজন,
উল্লাস থাকবে সারাক্ষণ।

শুধু হাসবে না তাদের মন,
যাদের হারিয়ে গেছে প্রিয়জন।
বিষাদের অনল তাদের খুঁড়ে খুঁড়ে খাবে,
রঙ্গিন পৃথিবী বিষাদে ছেয়ে গেছে।

করোনার তাণ্ডবে লণ্ড-ভণ্ড যাদের জীবন,
বর্ণীল আয়োজনে হাসবে কী তাদের মন?
যে মায়ের হারিয়েছে মানিক ধন,
রঙ্গিন মনে হবে না এই ভূবন।

করোনার থাবায় গ্রাস করিলো,
বিনাশ মঈনুদ্দিনের জীবন।
হাসবে না আর মঈনুদ্দিনের ছেলের মন,
যদিও রঙ্গিন হয় এই ভূবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here