ওপার বাংলার কবি সোনিয়া ঘোষ এর কবিতা “এপার ওপার”

1057
Doinik-Alap-Poem-Kobi-কবি-সোনিয়া-ঘোষ-Kobita-কবিতা-এপার ওপার
কবি সোনিয়া ঘোষ

এপার ওপার

সোনিয়া ঘোষ

আচ্ছা! ওপারের আকাশের রং আর এপারের আকাশের রং বুঝি খুব আলাদা ?
নাকি এপারের গঙ্গার জল আর ওপারের ইচ্ছেমতির জল আলাদা ?

ওপারে যখন ধানের ক্ষেত গুলো সবুজের বাহারে সেজে ওঠে,
তখন নবান্নের অপেক্ষায় এপারে ওতো চাষিরা অফুরন্ত ঘাম ঝরায় মাঠে।

এপারের কোকিলের ডাক বুঝি ওপারে শোনা যায় না ?
নাকি ওপারের শঙ্খচিলরা এপারে উড়ে আসে না ?

ওপারের মাতৃভাষা এপারের অন্যতম শ্রেষ্ঠ ভাষা হতে পারে,
তাহলে এপারের রিমঝিম আর ওপারের সালীম বন্ধু কেন হতে পারে না ?

এপারের কালবৈশাখীর বাতাসকে কাঁটা তার দিয়ে ওপারে যেতে আঁটকাতে পারো বুঝি ?
নাকি ওপারের বন্যার জলকে বাঁধ মানাতে পারো এপার ভাসতে?

ওপারের পহেলা বৈশাখেতো এপারের ঘরে ঘরে পদ্মার ইলিশ রান্না হয়,
এপারের শিউলি মাখা দুর্গোৎসবে ওপারও ঢাকের বাদ্যি তে মেতে ওঠে |

বিদেশে থাকা বাঙালি দেশে ফেরার কথা ভেবে হয়তো কবি জীবনানন্দের লেখা একই কবিতা স্মরণ করে,
“আবার আসিব ফিরে ধান সিড়িটির তীরে এই বাংলায়”
তখনও কি নিজেদের এপারের আর ওপারের বলে ভাগ করে ?

আচ্ছা! আমরা যারা এপার বাংলা ওপার বাংলা বলে ভাগা ভাগি করি,
একটিবার ভেবে দেখতো আমরা এই লড়াইটা করার আগে একবারও কি বাংলাকে জিজ্ঞাস করি ?

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here