কবি চোখ অন্যায় সহ্য করে না
কখনো করতে পারে না, করবেও না
এই চোখের সর্ব সড়ক পথে
আলোকিত দর্পন রশ্মির ভীড়
এই চোখ প্রতিবাদী চোখ মহাআত্মার
তাত্ত্বিক নির্ণয়ে গুমোড় ভাঙ্গায় চতুর
এই চোখই কবিদের
কবি চোখ দুর্দান্ত সরকার নিখুঁত।
এই চোখেরও প্রাণ আছে
অনেক বাতাসী ডানার পালক আছে
আছে উড়ন্ত বলাকার মতো
মুক্তভাবে উড়ে চলার অধিকার আছে
সত্যকে দেখার উন্মুক্ত অনুভবের ব্যাপক চেতনা ।
এই চোখের নাসিকা আছে
দিগন্ত জোড়া পেটের দিক পাশ আছে
আছে অবিরাম নিয়ম অনিয়ম
ন্যায় অন্যায়ের গন্ধ পাবার অনুভূতি।
এই চোখের আছে বহু মুখ
আছে বলার কৌশলগত বীরত্ব শক্তি
এই চোখের অসংখ্য পাপড়ি আছে
তার মাথায় মাথায় আরো আছে
সহস্র মালায় মিশ্রিত অজস্র চোখ।
এই চোখ কবিদের কবি চোখ
এই চোখ দর্শনীয় দার্শনিক চোখ
এই চোখ সত্য উদঘাটনের দিশারী
অনির্বাণ বিশ্বস্ততার হাতিয়ার
এই চোখ ই কবিদের অপলক গোত্রের
কোন কাজের অনেক কথা বলার
প্রথম সাক্ষীতে আমার সঠিক অবতার।
এখানে কবিতা কিভাবে দিব?