আমি ভালো আছি
জেসমিন জাহান
আমার চারপাশে অনন্ত নিস্তব্দতা
যেনো জঠরের গভীর নৈঃশব্দ!
পৃথিবীর অতলের কাঠিন্য ছুঁয়েও
এখনও আমি ভালো আছি।
বিদিশার বিদগ্ধ নগরীর শূন্যতা
ছেয়ে আছে হৃদপিণ্ডের আধার
অহল্যার একাকীত্ব ছুঁয়েছে আমায়
তারপরও আমি ভালো আছি।
উদিত সূর্যের কোমলতা কেড়ে
রক্তাক্ত করেছে নিশিদিন
প্রচণ্ড অস্থিরতায় হারিয়েছে ঘুম
তবু জেনো,”আমি ভালো আছি।”
নীলাভ চাঁদের কোমল স্নিগ্ধতা
হরণ করেছে রাহুর গ্রাস
কুয়াশা-চাদর ঢাকা রাত কাঁদে
বিবর্ণ সন্ধ্যায়ও ভালো আছি।
অবকাশের একগলা নদীজলে
ডুব সাঁতারের খেলা চলে
প্রবালের সাথে ভাসি দিনমান
মোহমায়ায়, তবু ভালো আছি।
শুনি অভুক্ত আত্মার ক্রন্দন ধ্বনি
বিধ্বস্ত হই বিষাক্ত ছোবলে
জনপদে হায়েনার ডাক শুনি
নিদারুণ এই ভালো থাকা।
দিন গুনি অনাগত অহেতুক ভয়ে
রাত যায় কখন চুপিসারে!
ভাবি শুধু হবে কী আর অবসান
চেতনাহীন, তবু ভালো আছি।
হে নক্ষত্র আকাশ, আলোর পৃথিবী
শুনছো,”আমি ভালো আছি।”
হে অবাঞ্ছিত সময়, শুনে রাখো,
“আমি ভালো থাকার চেষ্টা করছি।”