”ধূসর স্মৃতিপটে রক্তাক্ত নাম”
নাসরিন আক্তার
আমি বায়ান্ন দেখিনি, একাত্তর দেখিনি
ইতিহাস চিনিয়েছে আমায় বাংলার মানচিত্র।
শুনেছি মুঘল সম্ম্রাট, বাবর কাহিনী
জেনেছি পলাশীর প্রান্তরে বাংলার অস্তমিত সূর্যের কথা।
ভিনদেশি শাসকের অবিচার গর্জনে
রোদনক্লান্ত বদ্বীপে কান্ডারীর আহ্বানে
জেগে উঠেছিলো সমগ্র পূর্ব পাকিস্থান
বাংলার সে কান্ডারী শেখ মুজিবুর রহমান।
মানবতার বিয়োগে বিধুর নির্ভীক সত্তা,
যার বজ্রকণ্ঠে এসেছিলো খণ্ডিত প্রলয়
যার ত্যাগের মহিমা এনে দিলো স্বাধীন পতাকা।
ধীক এ জাতিকে,
কতটা নির্বোধ হলে কেড়ে নেয় নক্ষত্রের প্রাণ
আজ ধূসর স্মৃতিপটে রক্তাক্ত তার নাম।