আজ পিতৃদিবস। পৃথিবীর সকল পিতার প্রতি রইলো ভালোবাসা, সেইসাথে স্মরণ করি আমার পিতা মরহুম সেখ আমানত হোসেনকে, সকলে ভালো থাকুক।
শ্রদ্ধার্ঘ
সেখ এনায়েৎ আলি
১৯৯৩ এর ১২ ই আগষ্ট হারিয়ে ছিলাম যাঁরে,
তিনিই ছিলেন পথ নির্দেশক; আমার পীর এই বিশ্ব মাঝারে।
শৈশব কালে প্রতিপালিত হয়ে আদর মাখা কোলে,
বাল্যকালে লেখাপড়া আর নিয়মানুবর্তিতার চরম শৃঙ্খলে,
যৌবন কালে বিপথগামীতার পথে, যে কারণ থাকে অন্তরালে
সমূলে উপড়িয়েছেন তিনি, বেঁধে শৃঙ্খলার শৃঙ্খলে।
গাইড ছিলেন শক্ত সঠিক, মেজাজে মিলিটারি;
অসুস্থ হলে শয্যা শিয়রে, সজল গণ্ড অশ্রু নীরে
যেন মমতাময়ী মায়ের বেশে কোমল রূপী এক নারী।
প্রার্থনা আমার – “হে দয়াল! অসীম করুণাময়,
বিশ্বজুড়ে পিতার বেশে যেন এঁদেরই আবির্ভাব হয়।”
ভবলীলা শেষে, একদিন অবশেষে, সবাই চলে যায়;
দোওয়া মাগি – “হে খােদা আমার!
মাজারে যেন তাঁর গো – বেহেস্ত নাজেল হয়।”
গ্রন্থ – আগুনে লেখা বঞ্চিতের ব্যথা (১৯৯৭)
কপিরাইট – সেখ এনায়েৎ আলি