কলমযোদ্ধা-রহিমা আক্তার রীমার ভিন্নধর্মী কবিতা “প্রজন্মের অবক্ষয়”

286
রহিমা আক্তার রীমার ভিন্নধর্মী কবিতা “প্রজন্মের অবক্ষয়”

প্রজন্মের অবক্ষয়
রহিমা আক্তার রীমা

আজকালকার ছেলেমেয়ে
কথায় কথায় রেগে যায় বাঁকা চোখে তেড়ে চায়
কোনকিছুতেই শান্তি তারা পায় না।
সারারাত চ্যাট করে দিন হলে ঘুম ধরে
কিংবা ভিডিও কল নানা রকম কৌশল
নেই কোন কর্ম ভুলে যায় ধর্ম
গেমস হলে খাওয়া দাওয়া চায় না
তবুও কোন কিছুতে শান্তি তারা পায় না।

ভুল করে বিস্তার নেই তাদের নিস্তার
ধরে মনোরোগে ডিপ্রেশনে যেন ভোগে
বাইরের খাবারে ভোজন হলে আহারে
ঘরের খাবার তারা খায় না
কোন কিছুতেই শান্তি তারা পায় না।

শিক্ষক দেখলে নেই ভয় উচ্চ স্বরে কথা কয়
মানে না গুরুজন সমাজের নেই প্রয়োজন
বাবা-মায়ের আশা করে দেয় দুরাশা
মক্তব-মন্দিরে তারা যায় না
কোন কিছুতে তারা শান্তি পায় না

পোশাকের হালচাল হরেক রকমের বেহা
মায়া নেই অর্থের সম্মান নেই বার্ধক্যের
নেই সময়ের মূল্য সবই যেন তাচ্ছিল্য তুল্য
জীবনের মানেটাই বুঝতে চায় না
এজন্য কোন কিছুতে শান্তি তারা পায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here