ভারত থেকে কলমযোদ্ধা-সেক জাহেদ উল্লার ভিন্নধর্মী কবিতা “আবেগী”

270
সেক জাহেদ উল্লার ভিন্নধর্মী কবিতা “আবেগী”

আবেগী
——-সেক জাহেদ উল্লা

কাঁধ দিই লাশ বওয়া খাটে –
তাতে শায়িত নিজের আবেগি মন ।
প্রতিদিন সে মরে
জলহীন চোখে তাকে দেখি ,
নিষ্কর্মা হাত দুটি দেয় তার কবর ।
মাঝ রাতে বালিশ ফুঁড়ে –
আবার সে জেগে ওঠে ।
প্রাণবন্ত হয় রাতের আঁধারে ।
তখনই আমি কাঁদি –
তার প্রাত্যহিক মৃত্যুর কষ্টে ।
হন্তারক ? সে তো – তুমি, তুমি , তুমি ।
পূব আকাশ জাগলে , তুমিও জাগো –
আবেগি মন তখন একটু একটু করে ,
মরতে থাকে , জমাট আঁধারের মতো ।।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here