নিঃশব্দে বিদায় বেলা
রেবা হাবিব
এক জীবনে কতই না স্বপ্ন থাকে
চলে গেলেত গেলাম চলে।
যেতে চাই নিঃশব্দে ভোরের হাওয়ায়!
সাথে নিয়ে যাবো সন্ধ্যা, রাত,সকাল,দুপুর।
শুধু বিকেলের বাতাস টুকু রেখে যাবো তোমার জন্য!
সাথে এক কাপ অদৃশ্য চা আর কালো মলাটের কবিতার ডায়েরিটা।
মুঠোবন্দি স্বপ্নগুলো কুঁকড়ে উঠে তোমার অনুপস্থিতিতে।
ঘড়ির কাঁটার সাথে সমঝোতা করে জীবনের ধাপে ধাপে পরিবর্তনের হাওয়া!
আর, সাথে বয়ে যাওয়া রক্তে স্বাধীন নিঃশ্বাস।
কাঁসার থালার ধ্বনির মতো কেঁপে উঠেছে বারবার এ হৃদয়!
আজ চারিদিকে গভীর এক অচেনা আঁধার!
চোখের জল মনে করে দেয় শেষ বিদায় বেলা।
বলা হয়নি ভুলে কি থাকতে পারবে আমায়?
এ আমি না চিনেছি আমার প্রিয় আয়নায়।
ইচ্ছেরা লিখেছে তাদের মনের মতো করে গল্প!
এক মুঠো রোদ গায়ে মেখে
নিজের আয়ুরেখায় হাত বুলিয়ে একটু একটু করে দেয়ালের মাঝে আমার আমিকে
নতুনভাবে খুঁজে ফেরা
সুস্থ্যতা খুঁজে ফেরা।