ভারত থেকে সমাজ আদৃত কবি ও লেখক-মহুয়া ব্যানার্জী’র কবিতা“আজকে তুমুলমেঘ করেছে”

500
মহুয়া ব্যানার্জী’র কবিতা“আজকে তুমুল মেঘ করেছে ”

আজকে তুমুল মেঘ করেছে
মহুয়া ব্যানার্জী।

আজকে ভীষণ মেঘ করেছে।
এই সময়ে বিপদ বড়ই!
মনকেমনের ডাকহরকরা এক
নিমেষেই মন লুটেছে।
আজকে ভীষণ মেঘ করেছে।
বইপাড়াতে একলা তুই,
আমিও তো আটকে জ্যামে।
চারদিকেতেই মাতাল হাওয়া
অপেক্ষতেই সময় কাটছে!
আজকে ভীষণ মেঘ করেছে।
এলোমেলো খোলা চুলে
ডাকাত হাওয়ার আদর মাখা।
নাভি ছুঁয়ে বৃষ্টি ধারা,
স্পর্শ হয়ে ঝরে পড়ছে!
আজকে ভীষণ মেঘ করেছে।
আজকে তুমুল মেঘ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here