দর্পণ
,,,,,,, বেবী আফরোজ
মানুষেরই মাঝে শূন্যতা,
সীমাহীন,
আকাশে নয়।
আকাশের ওপারে আকাশ;
যেখানে মেঘ আছে, বৃষ্টি আছে,
ঝলমলে তারকারাশি,
গ্রহ- নক্ষত্রের সমাহার।
যা যা থাকা দরকার,
বিদ্যমান তার সবটাই।
অথচ, সীমাহীন শূন্যতা মানুষেরই মাঝে,
হারিয়ে গিয়েছে বিবেক।
প্রতিটি ঘরেই জন্ম নিচ্ছে মানুষ,
নয় মনুষত্ব।।
সেই ছোট্ট বেলা থেকেই শুনছি,
শিক্ষা একটি অব্যর্থ তীর,
যা জাগিয়ে তোলে পুরো ব্রেইনটাকে।
সৃষ্টি হয় একটি নির্ভেজাল মনুষ্যত্ব।
শিক্ষার আলোকিত ছায়া,
হয়তো –
খাড়া পাহাড়ের শেষ চুড়ায়
পৌছাঁনোর অপেক্ষায়। কিন্তু-
পথের দিশাই ঠিক বদলে ফেলেছে,
অনিয়ন্ত্রিত স্বার্থপরতা এতোটাই শক্ত হয়েছে,
যেনো কংক্রিটের এক একটা নিয়ন্ত্রনহীন,
মজবুত পিলার।।
যদি, এমন হতো,
শীতের ঝড়া শিউলি ভোরে,
মিষ্টি আলোটুকু যখন মুখে পড়েছে,
চোখ খুলেই দেখতে পেলাম,
একটি কোমল সকাল।
চির কল্যাণময় একটি অপূর্ব
ঐশ্বর্য ভরা,
স্বপ্নিল পৃথিবী।।